ছোটবেলার স্মৃতিতে রুনা লায়লা, আবেগঘন পোস্টে নাবিলার ভালোবাসা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫০

সংগৃহীত

মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির জন্যও পরিচিত। ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতি অকপটে ভাগ করে নিতে পছন্দ করেন তিনি। সম্প্রতি এক আবেগঘন পোস্টে ছোটবেলার একটি স্মৃতির কথা তুলে ধরেছেন নাবিলা, যেখানে জড়িয়ে আছে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার গান।

নাবিলা জানান, ছোটবেলায় সৌদি আরবে থাকার সময় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে রেকর্ড করা রুনা লায়লার গানের অনুষ্ঠানের ভিডিও ক্যাসেট ছিল তার অন্যতম প্রিয়। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন,

“সেই তিন-চার বছরের নাবিলার পছন্দের তালিকায় ছিল ‘শিল্পী আমি শিল্পী’ আর ‘বন্ধু তিন দিন’ গানটি। একবার এক আন্টির বাসায় ভিসিআরে ‘বন্ধু তিন দিন’ গানটি রিওয়াইন্ড করে করে কত হাজার বার যে শুনছিলাম আর নাচছিলাম—একপর্যায়ে ভিসিআর অনেকক্ষণ চলার কারণে গরম হয়ে যায়। তাই আন্টিটা বাধ্য হয়ে ভিসিআর বন্ধ করে দেয়।”

ভিসিআর বন্ধ হয়ে যাওয়ার সেই মুহূর্তের আবেগের কথাও স্মরণ করেন নাবিলা। তিনি লেখেন,

“তারপর আমার সেই কী কান্না! আমি ‘বন্ধু তিন দিন’ গান শুনতে পারছিলাম না বলে একেবারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলাম। রুনা ম্যামকে যখনই দেখি, আমার ছোটবেলার সেই স্মৃতিটা চোখের সামনে ভেসে ওঠে।”

কিংবদন্তি এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নাবিলা পোস্টের শেষে লেখেন,

“একজন বাংলাদেশি হিসেবে আমরা গর্বিত যে আমাদের একজন রুনা লায়লা আছেন। গতকাল তার সরাসরি গান শোনার সুযোগ হয়েছে, আর এখনো তার কণ্ঠে কী অসাধারণ রেঞ্জ! আল্লাহ তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন।”

নাবিলার এই আবেগঘন স্মৃতিচারণ ইতোমধ্যেই নেটিজেনদের মন ছুঁয়েছে। অনেকেই মন্তব্যে রুনা লায়লার গান ও নিজেদের শৈশবের স্মৃতির কথাও ভাগ করে নিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top