মেসিকে ঘিরে যুবভারতীতে বিশৃঙ্খলা, উত্তেজনা আঁচ করেই মাঠ ছাড়লেন শাহরুখ খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩
বিশ্ব ফুটবলের বিস্ময়মানব লিওনেল মেসিকে এক নজর দেখতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে উপচে পড়েছিল দর্শকের ঢল। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বলিউডের কিং শাহরুখ খান। তবে উৎসবের আবহ মুহূর্তেই বদলে যায় উত্তেজনায়। হঠাৎ ক্ষুব্ধ জনতার ভাঙচুরে তৈরি হয় বিশৃঙ্খলা, আর পরিস্থিতির আঁচ পেয়েই দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন শাহরুখ খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
আগেই দর্শকে ঠাসা ছিল যুবভারতী। কিন্তু নির্ধারিত সময়ে মেসি স্টেডিয়ামে প্রবেশ করতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, মেসি মঞ্চে ওঠার পর তাকে ঘিরে ধরেন আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেলফি ও কাছ থেকে দেখার হুড়োহুড়িতে প্রায় পঞ্চাশজন মানুষ তাকে ঘিরে ফেলেন। মেসি যেদিকে যাচ্ছিলেন, সেদিকেই ছুটছিল সেই ভিড়।
এর ফলে গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শক—যারা কড়া অর্থ খরচ করে টিকিট কেটেছিলেন—প্রিয় ফুটবল তারকাকে এক ঝলকও দেখতে পাননি। দীর্ঘ অপেক্ষা আর হতাশা থেকে ক্ষোভে ফেটে পড়েন তারা।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেউ মাঠে বোতল ছুড়ে মারেন, কেউ ভাঙচুর করেন চেয়ার ও ব্যারিকেড। কোথাও কোথাও পোস্টার পোড়ানোর ঘটনাও ঘটে। যদিও এসব ঘটনার আঁচ মেসির কাছে পৌঁছায়নি। পরিস্থিতি বেগতিক বুঝে আগেভাগেই তাকে মাঠ থেকে সরিয়ে নেন আয়োজকরা।
এদিকে মাঠে বিশৃঙ্খলার চিত্র সামনে আসতেই নিরাপত্তা জোরদার করা হয়। হট্টগোলের নমুনা দেখেই মাঠ ছাড়েন শাহরুখ খান। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মেয়ে আব্রামসহ কিং খানকে দ্রুত বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন।
সব মিলিয়ে, মেসির কলকাতা সফর যেখানে উন্মাদনা তৈরি করেছিল, সেখানেই অব্যবস্থা ও বিশৃঙ্খলা গোটা আয়োজনকে প্রশ্নের মুখে ফেলেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।