সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

শুটিংয়ের ফাঁকেই বিয়ের প্রস্তুতি, ব্যস্ত সময় পার করছেন মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৩

সংগৃহীত

টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার একদিকে ধারাবাহিক নাটক ও সিনেমার শুটিংয়ে ব্যস্ত, অন্যদিকে চলছে বিয়ের প্রস্তুতি। দীর্ঘদিনের প্রেমিক ও ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। সব পরিকল্পনার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। কাজ আর ব্যক্তিজীবন মিলিয়ে আপাতত দম ফেলার সময় নেই তার।

বর্তমানে সৌমাভ বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘অটবী’–এর শুটিং শুরু হয়েছে। এর ফাঁকেই চলছে বিয়ের কেনাকাটা। ‘সাইকোলজিক্যাল থ্রিলার’ ঘরানার এই গল্পে এর আগে কখনো কাজ করেননি মধুমিতা। নতুন ধরনের চরিত্র ও গল্পের কারণেই কাজটি তাকে বিশেষভাবে আকর্ষণ করেছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিয়ের তারিখ নিয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও নিজের বিয়ের প্রস্তুতির কথা শেয়ার করেছেন। ছোট ও বড়পর্দার কাজ একসঙ্গে কীভাবে সামলাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে মধুমিতা বলেন, দুই দিক থেকেই তিনি প্রচুর সহযোগিতা পাচ্ছেন। পাশাপাশি পরিবারের সমর্থন না থাকলে এই সময় সব কিছু সামাল দেওয়া তার পক্ষে সম্ভব হতো না বলেও জানান তিনি।

মধুমিতা বলেন, “পরের সপ্তাহ থেকেই আইবুড়োভাতের পর্ব শুরু হয়ে যাবে। কেনাকাটাও চলছে, শুটিংও চলছে। এই সময়ে পরিবারের পাশে থাকা খুব দরকার ছিল।”

আগামী ২৩ জানুয়ারি বিয়ে—এমন গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী জানান, তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিয়ের স্থান নিয়েও নানা ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এখনো কিছুই চূড়ান্ত না হওয়ায় বিয়ের কার্ডের লেখাও ঠিক করা হয়নি। তবে সময় বেশি নেই বলেই সুযোগ পেলেই কেনাকাটা সারছেন অভিনেত্রী।

বিয়ের সাজ নিয়ে অবশ্য স্পষ্ট ধারণা রয়েছে তার। মধুমিতা জানান, বিয়ের দিনে তিনি লাল রঙের বেনারসি শাড়িই পরবেন। তবে রিসেপশনে কোন রঙের পোশাক পরবেন, তা নিয়েই এখন সবচেয়ে বেশি ভাবনায় আছেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top