তামান্না ভাটিয়া এগিয়ে, বলিউডে ২০২৬ সালের ‘লাকি ইয়ার’ নিয়ে উত্তেজনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯
নতুন বছরের শুরুতেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তামান্না ভাটিয়া। যদিও তার ক্যারিয়ারে এখনও কোনো বড় বিজয় নেই, তবু থেমে থাকেননি তিনি; বরং গতিময়ভাবে এগিয়ে চলেছেন। যেখানে একাধিক ছবির জন্য নায়িকাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়, সেখানে তামান্নার দরজায় সারি বেঁধে দাঁড়িয়ে আছে একাধিক সিনেমা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৬ সালের ছবির তালিকা প্রকাশ হতেই স্পষ্ট—এই দৌড়ে আপাতত এগিয়ে তামান্না। তার কাছে রয়েছে ‘ও রোমিও’, ‘ভি শান্তারাম’, ‘ভান’, ‘রেঞ্জার’ ও ‘মারিয়া আইপিএস’সহ একাধিক ছবি। এক ছবিতে তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন তৃপ্তি দিমরি, আর অন্য ছবিতে বিপরীতে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে।
তবে তার মানে অন্য নায়িকারা পিছিয়ে পড়ছেন, তা নয়। আলিয়া ভাটের হাতে রয়েছে দুটি বড় ছবি। শিব রাওয়াইল পরিচালিত স্পাই থ্রিলার ‘আলফা’-তে আলিয়া ও শর্বরী দু’জনই গুপ্তচরের ভয়ের গল্পে একসঙ্গে থাকবেন। এছাড়া আলিয়ার দ্বিতীয় ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তার সঙ্গে দেখা যাবে রণবীর কপূর ও ভিকি কৌশলকে।
শর্বরীও পিছিয়ে নেই। তার ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’-তে বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। এছাড়া কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানাকে দেখা যাবে ‘ককটেল ২’-এ শহিদ কাপূরের সঙ্গে। রাশমিকাও ‘বর্ডার ২’-তে, আর কৃতিও ঝড় তুলতে প্রস্তুত ‘ডন ৩’-এর মাধ্যমে।
সব মিলিয়ে, আলোচনার শীর্ষে আপাতত তামান্না ভাটিয়া। তবে বলিউডে প্রতিযোগিতা শেষ হয় শেষ ফ্রেমে। ২০২৬ সালের শেষ পর্যন্ত কার ভাগ্য হাসবে, সেটাই দেখার বিষয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।