সিনেমার জন্য চুল ছেঁটে অনস্ক্রিন ত্যাগ দেখালেন আরিফিন শুভ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭
বাংলাদেশের সিক্সপ্যাক নায়ক আরিফিন শুভ তার অভিনয়ের জন্য পরিচিত অসাধারণ বডি ট্রান্সফরমেশনের কারণে। কখনো সিনেমার প্রয়োজনে ওজন বাড়ানো, কখনো আবার চিকন হওয়া—সবই তিনি মেনে চলেন। এবার তিনি অনস্ক্রিন ত্যাগের এক নতুন উদাহরণ দেখালেন, যখন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘নূর’ সিনেমার জন্য নিজের চুল ছেঁটে ফেলেছেন।
রায়হান রাফীর পরিচালিত ‘নূর’-এ একটি মাত্র ৮ মিনিটের দৃশ্যে আরিফিন শুভ নিজেই চুল ছেঁটে নেন। কোনো লুকোচুরি বা মেকআপের সাহায্য ছাড়াই এই দৃশ্য সম্পন্ন হয়, যা দর্শকদের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করেছে। এর আগেও ‘ব্ল্যাক ওয়ার’ ও ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় এমন সাহসী পদক্ষেপ করতে দেখা গেছে তাকে।
১৪ ডিসেম্বর, আরিফিন শুভ ‘নূর’ সিনেমার চুল ছাঁটার ২ মিনিট ৫৫ সেকেন্ডের বিহাইন্ড দ্যা সিন ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “মাত্র ৮ মিনিটের দৃশ্যে… ন্যাড়া মাথায় ‘নূর’। এই ছোট্ট চেষ্টার জন্য আপনারা যে ভালোবাসা ও আবেগ দেখাচ্ছেন—এটাই আমাকে অনস্ক্রিন আবার নতুন কিছু করে দেখানোর সাহস দিচ্ছে। সিনেমার এই অংশ শুধু কাজ নয়, এটি আমার অনুভূতির এক ছোট্ট প্রতিফলন।”
ভিডিওতে জানা যায়, পরিচালক প্রথমে এই দৃশ্যে চুল ছাঁটাকে সমর্থন করেননি। কারণ এতে নায়ককে দীর্ঘদিন ছোট চুল রাখতে হবে এবং অন্য কাজের কনটিনিউটিতে সমস্যা দেখা দিতে পারে। তবে আরিফিন শুভ চরিত্রের প্রকৃত আবেগ ধরতে নিজের চুল ছেঁটে নেওয়ার সিদ্ধান্ত নেন।
আরিফিন শুভ বলেন, “আমার ছোট এই ত্যাগ যদি কোনও একজন দর্শকের হৃদয়ে নাড়া দেয়, সেটাই শিল্পী হিসাবে আমার সার্থকতা।”
‘নূর’ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটি একটি অদ্ভুত, টানটান ও যন্ত্রণাপূর্ণ প্রেমের গল্পের ওপর ভিত্তি করে, এবং ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।