‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে নার্ভাস হলেও দারুণ প্রত্যাশায় সাবিলা নূর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১২
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে উচ্ছ্বাস ও প্রত্যাশার কথা জানিয়েছেন। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটির অংশ হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, শুরুতে কিছুটা নার্ভাস হলেও ধীরে ধীরে প্রকল্পটি তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে।
সংবাদ সম্মেলনে সাবিলা নূর বলেন, “তানিম ভাইয়া যখন প্রথম আমাকে চরিত্রটির কথা বলেন, তখন আমার মধ্যে কিছুটা নার্ভাসনেস কাজ করছিল। কিন্তু পরে জানতে পারি, এই সিনেমায় একসঙ্গে থাকছেন কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী—তখনই ব্যাপারটা আরও এক্সসাইটিং হয়ে ওঠে।”
তিনি আরও বলেন, সিনেমার চিত্রনাট্য তাকে গভীরভাবে আগ্রহী করেছে। সাবিলার ভাষায়, “স্বাধীন ভাইয়া ও সামিউলের লেখা স্ক্রিপ্ট এবং সংলাপগুলো এতটাই দুর্দান্ত যে সবকিছু দেখার পর মনে হয়েছে, এটা হতে যাচ্ছে এক অসাধারণ জার্নি।”
গুণী সহ-অভিনেতা ও শক্তিশালী গল্পের কারণে ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশাবাদী এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি প্রত্যাশা করছি, বনলতা এক্সপ্রেসের জার্নিটা সত্যিই অনেক দুর্দান্ত কিছু হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।