৯৩তম অস্কার পেলেন যারা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ২০:১৪
একাডেমি পুরস্কার বা অস্কার হলো বিশ্ব বিনোদনের সবচেয়ে দামি ও সম্মানজনক পুরস্কার। ১৯২৯ সাল থেকে পুরস্কারটি দিয়ে আসছে চলচ্চিত্র বিষয়ক বিজ্ঞান ও শিল্পকলার উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত মার্কিন প্রতিষ্ঠান ‘একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’। এই পুরস্কারের আসর উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটারে প্রতি বছর থাকে জমকালো আয়োজন।
তবে এ বছর চুপিসারে স্বাস্থ্যবিধি মেনে একাডেমি কর্তৃপক্ষের নিজেদের আলোকচিত্রীদের নিয়েই হয়ে গেল অস্কার-২০২১। অর্থাৎ, গোল্ডেন গ্লোব, বাফটার পথে হেঁটে অস্কারও এবার আয়োজিত হলো ছোট পরিসরে। ভেন্যু ছিল দুটি। ডলবি থিয়েটার তো ছিলই, সঙ্গে যুক্ত হয়েছিল লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশন। এছাড়া যুক্তরাজ্যের লন্ডন আর ফ্রান্সের প্যারিসেও রাখা হয়েছিল দুটি স্টেশন।
সোমবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হয়ে নয়টা পর্যন্ত চলল ৯৩তম অস্কার। এবারের আসর অনেক দিক থেকেই ছিল আলাদা। অস্কার আয়োজনের হলরুমে যারা বসেছিলেন তাদের তিন তিনবার করোনা পরীক্ষার ফল দেখাতে হয়েছে আয়োজনে অংশ নিতে। ঢুকতে হয়েছে তাপমাত্রা পরীক্ষা করিয়ে। অনুষ্ঠান সরাসরি না দেখানো পর্যন্ত মাস্ক ছিল বাধ্যতামূলক। পুরো বিষয়টা নজরদারির জন্য ছিল বিশেষ সুরক্ষা দল।
তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক, কাদের হাতে উঠল এ বছরের অস্কার পুরস্কার-
সেরা সিনেমা: নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)
সেরা সহ-অভিনেত্রী: ইয়া-জাং উন (মিনারি)
সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)
সেরা এনিমেটেড সিনেমা: সোল
সেরা মেকআপ ও কেশসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম
ভিজ্যুয়াল ইফেক্ট: টেনেট
সিনেমাটোগ্রাফি: মাঙ্ক
সম্পাদনা: সাউন্ড অব মেটাল
প্রোডাকশন ডিজাইন: মাঙ্ক
শব্দ: সাউন্ড অব মেটাল
সেরা আন্তর্জাতিক সিনেমা: এনাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা প্রামাণ্যচিত্র: কোলেট
প্রামাণ্যচিত্র ফিচার: মাই অক্টোপাস টিচার
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স
অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইফ এনিথিং হ্যাপেনস, আই লাভ ইউ
সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়ং উম্যান
সেরা এডাপ্টেড চিত্রনাট্য: দ্য ট্রায়াল অব শিকাগো সেভেন
অরিজিনাল স্কোর: সোল
কস্টিউম ডিজাইন: মা রেইনি’স ব্ল্যাক বটম
আয়োজক কর্তৃপক্ষ, মনোনীত সদস্য ও তাদের নিকটাত্মীয় ছাড়া মাত্র ১৭০ জন ভাগ্যবান দর্শক সরাসরি উপভোগ করেছেন ৯৩তম অস্কারের আসর। এ বছর একমাত্র ভারতীয় ছবি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে অস্কারের দৌড়ে শামিল হয়েছিল আদর্শ গৌরব, প্রিয়াংকা চোপড়া ও রাজকুমার রাও অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’। কিন্তু পুরস্কার হাতে তুলতে পারেনি।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ৯৩তম অস্কার নোম্যাডল্যান্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।