রাশেদ-নাদিয়ার ‘হিল্লা বিয়ে’ এখন শীর্ষে

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২১, ১৯:১২

রাশেদ-নাদিয়ার ‘হিল্লা বিয়ে’ এখন শীর্ষে

ঈদে প্রচারিত একক নাটকগুলোর মধ্যে রাশেদ সীমান্ত ও নাদিয়া আহমেদ অভিনীত ‘হিল্লা বিয়ে’ নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। ঈদুল ফিতরে তার অভিনীত ‘হিল্লা বিয়ে’ নাটকটি টেলিভিশনে প্রচার হয়। তিনদিনে যার ভিউ দাঁড়িয়েছে ১১ লাখের বেশি।

টিপু আলম মিলনের গল্পে, সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। এখানে জুটি হয়ে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও নাদিয়া আহমেদ। এছাড়া নাটকটিতে অভিনয় করেছেন অলিউল হক রুমি, সফিক খান দিলু প্রমুখ।

রাশেদ সীমান্তর অভিনেতা হওয়ার গল্প খুব বেশি দিনের নয়। হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন মাত্র। প্রথম সারির অনেক অভিনেতাকে পিছনে ফেলে ঈর্ষণীয় সাফল্য নিয়ে এখন শুধুই তার এগিয়ে চলা।

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাশেদ সীমান্ত বলেন, "মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা তিনি আমার মতো একজন সামান্য মানুষকে এমন অবস্থান দিয়েছেন। কৃতজ্ঞতা বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন স্যারের প্রতি, তিনি আমাকে অভিনেতা হিসেবে সুযোগ দিয়েছেন। এ সুযোগ না পেলে রাশেদ সীমান্তর অভিনেতার জন্ম কখনই হতো না। আরো কৃতজ্ঞতা অগণিত দর্শকের প্রতি, যাদের ভালোবাসায় আমি আজকের রাশেদ সীমান্ত। তাদের ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই।"

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top