করোনায় মা হারালেন অরিজিৎ সিং
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২১, ১৮:১৮
                                        ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর মা অদিতি সিং মারা গেছেন। বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অদিতি সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছিলেন অরিজিৎ সিংয়ের মা অদিতি সিং। প্রথমে বহরমপুর মাতৃসদন এবং পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একমো সাপোর্ট চলছিল তার। একে একে সব অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি ডায়ালাইসিসও চলছিল। এই ধকল নিতে পারেনি তার শরীর। আর এর মধ্যে স্ট্রোকে আক্রান্ত হন অদিতি সিং।
অরিজিৎ সিংয়ের মায়ের উচ্চ রক্ত চাপের সমস্যা ছিল। মাঝে রক্তেরও প্রয়োজন হয়েছিল। ১৭ মে অদিতি সিংয়ের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তার পরও শেষরক্ষা হলো না।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।