সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

গণস্বাস্থ্যে দান করা হল মিতা হকের চল্লিশার টাকা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২১, ১৯:৩৪

গণস্বাস্থ্যে দান করা হল মিতা হকের চল্লিশার টাকা

১১ এপ্রিল একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক ৫৯ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মিতা হকের চল্লিশার পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেছে তার পরিবার।

রোববার (২৩ মে) দুপুরে চল্লিশা উপলক্ষে খরচের টাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে তুলে দেন মিতা হকের একমাত্র সন্তান ও সঙ্গীতশিল্পী জয়িতা।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান জয়িতা তার মায়ের চল্লিশার খরচের পুরো টাকা ডায়ালাইসিস সেন্টারে অসহায় ডায়ালাইসিস রোগীদের সেবায় দান করেছেন। জয়িতা অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার কর্তব্য পালন করেছেন। আমি তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ এর পাশাপাশি তিনি দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসতে আহ্বান জানান।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top