আন্তর্জাতিক চলচিত্র জগতে বাংলাদেশকে তুলে ধরেছে সুমন রেজার ‘তিয়াস’

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২১, ২১:২০

আন্তর্জাতিক চলচিত্র জগতে বাংলাদেশকে তুলে ধরেছে সুমন রেজার ‘তিয়াস’

পৃথিবীর তিন ভাগের দুই ভাগ পানি। কিন্তু খাওয়ার উপযোগী কতটুকু? আর সেটা কতটা নাগালের মধ্যে?’ এখান থেকেই শুরু সুমন রেজার ‘তিয়াস’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। ১৫ মিনিটের এই ছবিটি এখন দেশের গণ্ডি ছেড়ে বিদেশেও প্রশংসিত হচ্ছে। আন্তর্জাতিক চলচিত্র জগতে বাংলাদেশের নাম তুলে ধরেছে স্বল্পদৈর্ঘ চলচিত্র ‘তিয়াস’।

ইতালির ‘VOLTERRA FANTASY FILM FESTIVAL’ ও আমেরিকার Fillum International Storical & Short Film Festival (FISSF) গুলোতে মনোনীত হয়েছে। শুধু তাই নয়, ছবিটি ইতালির ফিল্ম উৎসবে কোয়ার্টার ফাইনালিস্ট হিসেবে প্রতিযোগিতা করছে।

পরিচালক সুমন রেজা বিষয়টি আজ ২৯ মে নিশ্চিত করে বলেন, ‘এই খবরটা জানার পর থেকেই ভিষণ আনন্দ হচ্ছে। আজই VOLTERRA FANTASY FILM FESTIVAL কর্তৃপক্ষ জানিয়েছে ‘তিয়াস’ প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। স্বপ্নগুলোকে অনেক প্রভাবিত করে এসব সাফল্য ও স্বীকৃতি।’

সুমন জানান, ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১’-এও মনোনীত হয়েছে নির্মাতা সুমন রেজার শর্ট ফিল্ম ‘তিয়াস’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এই উৎসবে ৭ জুন বিকাল সাড়ে চারটায় একযোগে ৬৪ জেলায় প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

এছাড়াও ইউনিসেফ ও তেহরানসহ আরো বেশ কিছু উৎসবে মনোনীত হওয়ার অপেক্ষায় রয়েছে সুমন রেজার এ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি।এখানে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন জামশেদ শামীম ও আসপিয়া ওহি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top