বউ পেটানোর অভিযোগে করন মেহরা গ্রেপ্তার
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২১, ২০:০৪
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা করন মেহরাকে স্ত্রী নিশা রাওয়ালকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ মে) গভীর রাতে ‘ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়’ খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। ম
স্ত্রী নিশা রাওয়ালের সঙ্গে দাম্পত্য কলহ তৈরি হয়েছে—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই উড়ছে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিশা। অভিযোগের কপিতে নিশা জানিয়েছেন, শুরুতে দুজনের কথাকাটাকাটি হয়, পরে করন তাকে মারধর করেন।
এ বিষয়ে করন বলেন, ‘আমি কোভিড আক্রান্ত ছিলাম, আমার প্রিয়জনদের হারানোর শোকে এখনো কাতর। এই কঠিন সময়েও আমি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছি। এটা খুব হতাশাজনক। আমার মনের অবস্থা ভালো নয়, তবে আমি কিছু জিনিস পরিষ্কার করতে চাই। কোভিড আক্রান্ত এই অবস্থায় নিশাই আমার খেয়াল রাখছে।’
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।