সংসার বাঁচাতে শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা করেছেন স্বামী রোশান
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২১, ২০:৪১
![সংসার বাঁচাতে শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা করেছেন স্বামী রোশান](https://www.newsflash71.com/uploads/shares/2021/srabonti-roshan-2021-06-08-12-41-00.jpg)
২০২১ সালের দুর্গাপূজার সময় থেকেই শ্রাবন্তী ও তার তৃতীয় স্বামী রোশান আলাদা থাকছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও স্পষ্টভাবে ফুটে ওঠেছে তাদের বিচ্ছেদের বিষয়টি। তবে রোশান আবারো শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান। এর জন্য আদালতে মামলা করেছেন তিনি।
রোশান তার মামলায় জানিয়েছেন, ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেছেন তিনি। কিন্তু এর উত্তরে ২৬ এপ্রিল শ্রাবন্তী জানান, তিনি সংসার শুরু করতে রাজি নন। তারপর সোমবার (৭ জুন) শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান। তার দাবি, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো তিক্ততা নেই। তাই তিনি পুনরায় সংসার শুরু করতে চান।
জানা গেছে, হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’র আদতেই আদালতে মামলা দায়ের করেছেন শ্রাবন্তীর স্বামী। এই ধারা অনুযায়ী— স্বামী বা স্ত্রী কেউ যদি কোনো যুক্তিযুক্ত কারণ না দেখিয়ে একসঙ্গে না থাকেন, তবে অপরজন এই ধারায় মামলা করতে পারেন। পরবর্তী সময়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তিকে যথাযথ কারণ দেখাতে হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: শ্রাবন্তী ও রোশান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।