রিভেঞ্জের ফার্স্ট লুক
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২১, ১৯:৫৭
![রিভেঞ্জের ফার্স্ট লুক](https://www.newsflash71.com/uploads/shares/2021/revenge-2021-06-12-11-57-39.jpg)
১১ জুন প্রকাশ করা হলো ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার। ফার্স্ট লুক পোস্টারে পাওয়া যাচ্ছে ভরপুর একশন সিনেমার আভাস।
পোস্টারে দেখা যাচ্ছে রক্তমাখা অবস্থায় কুঠার হাতে চিত্রনায়ক রোশান কে। ছোট ছোট চুলের সাথে শীতল দৃষ্টি এবং সেই সাথে বাহুতে দুর্ভেদ্য ট্যাটু। পোস্টারটি প্রকাশের পর রোশানকে নিয়ে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র বিষয়ক সোশ্যাল গ্রুপ গুলোতে।
করোনা পরিস্থিতি বিবেচনায় খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে সিনেমাটির নির্মাণ কাজ। প্রকাশিত পোস্টারের ঘোষণা অনুযায়ী আগামী ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে আরো থাকার কথা রয়েছে শবনম বুবলী, মিশা সওদাগর ও সিমান্তর সঙ্গে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: রিভেঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।