কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের জন্মদিন আজ
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২০ জুন ২০২১, ০৭:৩০
![কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের জন্মদিন আজ](https://newsflash71.com/uploads/shares/2021/dilara-2021-06-19-23-28-16.jpg)
কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের জন্মদিন আজ। ১৯ জুন ৭৮ বছরে পা রাখলেন এই তিনি।
১৯৪৩ সালের ১৯ জুন তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান পশ্চিমবঙ্গ) বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন দিলারা জামান। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর তারা যশোর জেলায় চলে আসে। শিক্ষা জীবন শেষ করে শিক্ষিকা হিসেবেই দিলারা জামান ক্যারিয়ার শুরু করেন। তিনি শাহীন কলেজের শিক্ষিকা ছিলেন। সেখান থেকেই অভিনয় শুরু করেন।
দেশে টেলিভিশন সম্প্রচার চালু হওয়ার দুই বছর পর ১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটক দিয়ে অভিনয় ক্যারিয়ারে শুরু করেন দিলারা জামান। এই নাটকে তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নাট্যকার মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী। দিলারার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যা।
বয়সের কাছে হার মানেননি দিলারা জামান। এখনো কাজ করে যাচ্ছেন। তাকে দেখা যাবে ‘বঙ্গবন্ধু’ সিনেমায়। এখানে তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা সায়রা খাতুনের চরিত্রে অভিনয় করছেন।
গেল কয়েক বছরে তিনি আলোচনায় এসেছেন দেশের বেশ কিছু শীর্ষ ম্যাগাজিনের কভার গার্ল হয়ে। ৭৫ পার হয়েও দিলারা দেখা দিয়েছেন সুইট সিক্সটিন রূপে। যা বেশ চমক তৈরি করেছিলো শোবিজে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দিলারা জামান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।