ভারতের সেরা স্পাই হচ্ছেন সালমান খান!
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২২ জুন ২০২১, ২০:৩১
![ভারতের সেরা স্পাই হচ্ছেন সালমান খান!](https://www.newsflash71.com/uploads/shares/2021/Salman_Khan-2021-06-22-12-30-46.jpg)
এখন পর্যন্ত কোনো বায়োপিক সিনেমায় দেখা যায়নি সালমান খানকে। কিন্তু এবার নাকি সেটাই হতে চলেছে। রাজকুমার গুপ্তার এক থ্রিলার ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি।
গুঞ্জন থেকে জানা গেছে, এই ছবির প্রধান চরিত্র আসলে এক রক্তমাংসের ভারতীয় স্পাই রবীন্দ্র কৌশিকের আদলে তৈরি। ‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত রবীন্দ্র কৌশিককে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর ধরা হয়। সিনেমায় তাঁকেই জীবন্ত করে তুলবেন সালমান।
আরো জানা গেছে, ছবিটি তৈরি হবে নাটকীয় থ্রিলারের মেজাজে। এমন শোনা গিয়েছিল ছবির নাম নাকি হবে ‘ব্ল্যাক টাইগার’। কিন্তু তা হচ্ছে না। আপাতত নতুন নাম খুঁজছেন নির্মাতারা। গত শতাব্দীর সাত ও আটের দশকের ভারতকে ফুটিয়ে তোলা হবে ছবিতে। এই পরিকল্পনা যদি সত্যি হয়, তাহলে ‘এক থা টাইগার’-এর পরে ফের এক জমজমাট স্পাই থ্রিলারে দেখা যাবে সালমানকে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সালমান খান! ভারতের সেরা স্পাই
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।