মা হলেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী নাবিলা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২ জুলাই ২০২১, ০৬:২৯

১ জুলাই আনুমানিক ১২টার দিকে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী নাবিলা। নাবিলার একটি পারিবারিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নাবিলা তার প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। শিগগিরই নবজাতকসহ বাড়ি ফিরবেন। জানা গেছে, বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।
আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং ও নাটকে আগে থেকেই অভিনয় করলেও এই ছবিটি নাবিলার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ২০১৮ সালে তারা বিয়ে করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।