কুয়াশা না থাকায় কনকনে ঠাণ্ডা নেই সারাদেশে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১, ০৩:৫৩
বাংলা শীত ঋতুর প্রথম মাস পৌষের মাঝামাঝি সময় চলছে। প্রবাদ আছে, ‘পৌষের শীত মহিষের গায়ে’। অর্থাৎ ঠান্ডার প্রভাব এত বেশি যে, গায়ের পুরু চামড়া ভেদ করে মহিষকেও কাবু করে ফেলে।
অন্যান্য বছরে এমন সময় দেশের বেশ কয়েকটি বিভাগে মাঝারি ধরণের শৈত্য প্রবাহ অব্যাহত থাকে। তবে এ বছরের অবস্থা ভিন্ন। কেবলমাত্র হিমালয়ের পাদদেশীয় এলাকা রংপুর বিভাগের কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্য প্রবাহ। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রী সেলসিয়াস।
কুয়াশা না থাকায় দিনের বেলা অধিকাংশ বিভাগেই শীতের অনুভূতি মিলিয়ে যাচ্ছে। শুক্রবার (১ জানুয়ারি) দেশের উপকূলীয় বিভাগ চট্টগ্রামের সীতাকুন্ড ও রাঙ্গামাটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া অন্যান্যা বিভাগের তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রী সেলসিয়াসের উপরে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২-৫ দিন, সারাদেশের তাপমাত্রা আরও বাড়তে পারে। এতে শীতের অনভূতি আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
শনিবার ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।