বিশ্ব রেকর্ড করে চেলসিতে ফিরলেন লুকাকু

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২১, ২০:০১

বিশ্ব রেকর্ড করে চেলসিতে ফিরলেন লুকাকু

ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে প্রায় সাত বছর পর ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে দলে ফিরিয়েছে চেলসি। গত মৌসুমে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলা লুকাকুকে দ্বিতীয় দফায় দলে পেতে ৯৭.৫ মিলিয়ন পাউন্ড গুনতে হয়েছে এই ইংল্যান্ডের ক্লাবকে। যা কি না ক্লাবটির ইতিহাসে রেকর্ড।

তবে অল্পের জন্য লুকাকু ব্রিটিশ ফুটবলের রেকর্ডটি করতে পারেননি। গেল সপ্তাহেই অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে পেতে ম্যানচেস্টার সিটি খরচ করেছিল ১০০ মিলিয়ন পাউন্ড। সেটিই ব্রিটিশ ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

এই রেকর্ডটি না হলেও, অন্য আরেকটি বিশ্ব রেকর্ড ঠিকই গড়ে ফেলেছেন বেলজিয়ান তারকা ফুটবলার। এখনও পর্যন্ত ক্যারিয়ারে ৬ বার দলবদল হয়েছে তার। এর মাধ্যমেই ট্রান্সফার ফি হাতবদলের বিশ্ব রেকর্ড হয়ে গেছে লুকাকুর। ফুটবলের ইতিহাসে কোনো এক খেলোয়াড়ের জন্য বেশি ব্যয়ের রেকর্ডে এটাই সর্বোচ্চ। এতদিন ধরে যা ছিল নেইমারের দখলে। তার ট্রান্সফারে এখনও পর্যন্ত ব্যয় ২৭৯ মিলিয়ন পাউন্ড।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top