শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আজ রাতেই কি পিএসজির সাথে নামবেন মেসি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ২১:৫৪

আজ রাতেই কি পিএসজির সাথে নামবেন মেসি!

২১ বছরের বার্সা জীবন শেষে মেসি মাঠে নামবেন নতুন পরিচয়ে। সেই চিরচারিত ১০ নম্বর জার্সিতে না, এবার মাঠ মাতাবেন ৩০ নম্বর জার্সি পরে। স্ট্রাসবার্গের বিপক্ষে শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টায় মাঠে নামবে পিএসজি।

কিন্তু আজই মেসি মাথে নাম্বেন কিনা টা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোও এমন ইঙ্গিত দিয়েছেন। পিএসজি কোচ বলেন, 'কোপার ফাইনালের পর মাত্র দ্বিতীয় দিনের মতো অনুশীলন হলো মেসির। এখন দেখার বিষয় সে কখন খেলার জন্য নিজেকে প্রস্তুত মনে করে। আমরা তার সঙ্গে কথা বলব, জানতে চাইব তার কী প্রয়োজন এবং কখন সে প্রস্তুত হতে পারে।'

এদিকে গেল মাসে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকা জয়ের পর থেকে মেসি মাঠের বাইরে। দুদিন হলো অনুশীলন শুরু করেছেন। খেলার জন্য শতভাগ ফিট হতেও সময় লাগবে। মেসি বলেন, 'আমি মাত্র ছুটি থেকে ফিরেছি। এক মাসের মতো বিশ্রামে ছিলাম। সত্যি বলতে আমি জানি না কখন ফিরতে পারবো। আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। পুরোদমে অনুশীলন শুরু করতে হবে; যখন আমি প্রস্তুত হব তখন খেলা শুরু করব।'


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top