রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিল পিএসজি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২১, ২২:৫০
বর্তমান সময়ে সবচেয়ে বেশি তারকা সমৃদ্ধ দল পিএসজি। কাতার অর্থায়নের ফরাসি এই ক্লাবটিতে মেসি-নেইমারসহ রয়েছেন একঝাঁক ফুটবল তারকা।
অবশ্য সেই তারকা সমৃদ্ধ দলটি থেকে এক ফরোয়ার্ডকে পেতে আগ্রহী একদা তারকা সমৃদ্ধ স্প্যানিশ ক্লাব বিয়াল মাদ্রিদ।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে পেতে পিএসজির কাছে ১৬০ মিলিয়ন ইউরো বা ১৬০০ কোটি টাকার আনুষ্ঠানিক প্রস্তাব রিয়াল মাদ্রিদ পাঠিয়েছিল। তবে পিএসজির তরফে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। জানা যায়, আরও বেশি টাকা চাইছে পিএসজি।
পিএসজি সূত্রের খবর, রিয়াল যদি অর্থ বাড়িয়ে ২০০ মিলিয়ন ইউরো করে তবেই তারা পরবর্তী আলোচনা করবে। কিন্তু রিয়াল তাতে রাজি নয়।
ফরাসি স্পোর্টিং ক্লাবের পরিচালক লিওনার্দো ডি আরাউজো ফরাসি মিডিয়াকে জানিয়েছেন তারা এমবাপ্পের সঙ্গে চুক্তি বাড়াতে চায়। আগামী বছরের জুনে শেষ হওয়া চুক্তির বাড়াতে এমবাপ্পেকে দুটি প্রস্তাবও দিবে পিএসজি।
স্প্যানিশ সফল ক্লাব রিয়াল প্রস্তাবটি দিয়েছে কারণ এমবাপ্পে পিএসজি ছেড়ে দিতে চান। তাই খোদ এমবাপ্পে চাইলে তাকে ছাড়তে রাজি আছে পিএসজি, তবে সব হতে হবে তাদের মত করে।
২০১৭ সালে ফরাসি ক্লাবটির হয়ে চুক্তিবদ্ধ হয় কিলিয়ান এমবাপ্পে। প্যারিসের হয়ে তিনি ১৭৪ ম্যাচে ১৩৪ গোল করেছেন। জিতেছেন চারটি ফ্রেন্স লিগ ওয়ান, তিনটি পিএসজির হয়ে একটি মোনাকোর হয়ে।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।