হঠাৎ করে স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ২০:১৪

হঠাৎ করে স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই হঠাৎ বন্ধ করে দেওয়া হলো ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচটি। কারণ আর্জেন্টাইন কয়েকজন খেলোয়াড়ের স্বাস্থ্য ছাড়পত্র ছাড়াই মাঠে নেমে পড়েছিলো। এতে করে স্থগিত ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের ম্যাচটি।

ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের স্বাস্থ্য ছাড়পত্র দেওয়া হয়েছে, তাদেরও থাকতে হবে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। কিন্তু এই নিয়ম না মেনেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা চার খেলোয়াড়কে মাঠে নামিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তারা হলেন- এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো।

তাই ম্যাচ শুরু হতেই মাঠে হানা দেয় ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই অবস্থায় রেফারি দ্রুত আর্জেন্টিনা দলকে ড্রেসিংরুমে পাঠিয়ে দেন। মাঠে তবু আলোচনা চলতে থাকে। কিচ্ছুক্ষণ পর এক পর্যায়ে ব্রাজিলের দানি আলভেজকে দেখা যায় লিওনেল মেসিকে নিয়ে মাঠে ঢুকতে। মাঠে ঢুকে মেসি নেইমারের সঙ্গে কথা বললেও শেষ পর্যন্ত স্থগিতই করা হয়েছে বহুল প্রতীক্ষিত লড়াইটি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top