ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মেসি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:২২
পিএসজি-তে নাম লেখানোর পর তিন ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি লিগ ওয়ানের দুইটি ম্যাচ। তবে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগেই অনুশীলনে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা এই তারকা।
সোমবার অলিম্পিক লিয়নের বিপক্ষে ম্যাচে মেসিকে তুলে নেয়া হয়েছিলো ৭৬ মিনিটে। ম্যাচ শেষে ইনজুরি শঙ্কার কথা জানিয়েছিলেন কোচ মাউরিসিও পচেত্তিনো। সেই হাঁটুর চোটের কারণে মেস ও মপলিয়ের বিপক্ষে মেসিকে পায়নি পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন মেসি। রবিবার দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন এ আর্জেন্টাইন জাদুকর। চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি।
অবশ্য ম্যান সিটির বিপক্ষে তাকে মাঠে নামানো হবে কি না, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পিএসজি। সোমবার অনুশীলনের পর সিটিজেনদের বিপক্ষে ম্যাচের স্কোয়াড সাজাবেন পচেত্তিনো। তখনই জানা যাবে মেসির মাঠে ফেরার দিনক্ষণ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পিএসজি লিওনেল মেসি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।