সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলতে চায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৭
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গত চারটি সংস্করণের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল বলেন, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এবার সরাসরি ফাইনালে খেলতে চায় তার দল।
মালদ্বীপে অনুষ্ঠীত টুর্নামেন্টের জন্য মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল দল।
১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। ৪, ৭ ও ১৩ অক্টোবর বাংলাদেশ যথাক্রমে খেলবে ভারত, মালদ্বীপ ও নেপালের বিরুদ্ধে। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।