সাফ খেলতে বাংলাদেশ এখন মালদ্বীপে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৫

সাফ খেলতে বাংলাদেশ এখন মালদ্বীপে

সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল এখন মালদ্বীপে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মালদ্বীপে পৌঁছায় জামাল ভূঁইয়ার দল।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় হেনভেরু ট্রেনিং পিচে অনুশীলন করবে বাংলাদেশ দল।

১ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাফের আগের আসরগুলোর ব্যর্থতার বৃত্ত থেকে এবার বের হতে চায় জামাল ভূঁইয়ারা।
অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, শেষ কয়েকদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই।

মালদ্বীপে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে নেই কোনও পর্ব। পাঁচ দলের এ টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল যাবে ফাইনালে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top