দেশের হয়ে ফ্রি খেলেন এমবাপে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ২১:১৫
ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড় কাইলিয়ান এমবাপে বর্তমানে ক্লাব ফুটবলের অন্যতম সেরা তারকা। ক্লাব ফুটবলে দলগুলো বিশাল অংকের টাকা ব্যয় করে তাকে কিনলেও জাতীয় দলে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না এ তরুণ ফরোয়ার্ডের।
২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর হলেও, তিন বছরের ব্যবধানে তিনিই যেনো এখন দলের মূল সমস্যা। ইউরো কাপে টাইব্রেকারে পেনাল্টি মিস করায় পুর দলের কাছ থেকে তেমন সমর্থন পাচ্ছেন না এমবাপে। নিজ দেশের হয়ে সম্পূর্ণ ফ্রি খেলেন এমবাপে। শুধু চান সবাই যেনো খারাপ সময়ে পাশে থাকে। কিন্তু সেটিও না পেয়ে হতাশ হয়ে পড়েছেন ২২ বছর বয়সী এ ফুটবলার।
ল্য ইকুইপকে দেয়া সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে আমি কোনোদিন একটি ইউরোও নেইনি। সবসময় জাতীয় দলের হয়ে ফ্রিতেই খেলবো আমি। কিন্তু একটা সময় থেকে আমার মনে হতে শুরু করেছে, আমিই হয়তো সমস্যা এবং মানুষও ভাবছে আমি একটি সমস্যা। তিনি আরও বলেন, এই দল যদি আমাকে ছাড়া ভালো থাকে, আমি চলে যাবো।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: কাইলিয়ান এমবাপে ফ্রান্স ল্য ইকুইপ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।