অজেয় ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১, ২০:২৬
২০১৮ সালে উয়েফা নেশন্স কাপে পর্তুগালের কাছে হারের পর ইতালিকে কোন দল হারের স্বাদ দিতে পারেনি। টানা ৩৭ ম্যাচ জয়ের পর ইতালি পেল প্রথম হারের স্বাদ। আর এই হার উপহার দিয়েছে স্পেন।
৬ অক্টোবর (বুধবার) রাতে উয়েফা ন্যাশন্স লিগের সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। সান সিরোতে উত্তেজনা ঠাসা ম্যাচে স্প্যানিশদের হয়ে গোল দুটো করেন ফেরান তোরেস।
তিন মাস আগে এই ইতালির কাছে হেরেই ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের শেষ চার থেকে ছিটকে গিয়েছিল স্পেন। এবার সেই হারেরই মধুর প্রতিশোধ নিলো লুইস এনরিকের শিষ্যরা। ১৯৯৯ সালের পর প্রথমবার ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে হারের মুখ দেখলো আজ্জুরিরা।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।