লাইপজিগের বিপক্ষে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ২০:২৯

লাইপজিগের বিপক্ষে পিএসজির জয়

পাক দি ফ্রাঁসে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে পিএসজি। মেসির জোড়া এবং এমবাপ্পের দারুণ এক গোলে লাইপজিগের বিপক্ষে জয় তুলে নেয় পিএসজি।

ঘরের মাঠে ৬৪ শতাংশ সময় বল দখলে ছিল পিএসজির। তবে আক্রমণ তদের চেয়ে বেশি করে সফরকারী লাইপজিগ। মোট ১৮টি শট নেয় তারা। জাত ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১২টি শট নিয়েই ৪টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই এদিন আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। নবম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ড্রাক্সলারের কাছ থেকে বল পেয়ে এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত এক শটে বল জালে পাঠান এমবাপে।

অন্যদিকে, ম্যাচের ২৭ মিনিটে গোল আদায় করে দেয় সফরকারীরা। আঞ্জেলিনোর দারুন এক ক্রসে আলতো টোকায় বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি সিলভার। পরবর্তীতে, ৫৭ মিনিটে আঞ্জেলিনোর আরও একটি দারুণ ক্রসে দারুণ এক গোল পায় লাইপজিগ।

ম্যাচের ৫৯ মিনিটে মেসি ও এমবাপের রসায়নে সমতায় ফেরে পিএসজি। লাইপজিগ ডিফেন্ডারের ভুলে ফাঁকায় বল পেয়ে যান এমবাপে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক কাটব্যাক করেন এ তিনি। মেসির শট গোলরক্ষকের গায়ে লেগে বারপোস্টে লেগে ফিরে আসলেও গোলমুখ থেকে ফের শট নিয়ে জালে জড়ান তিনি। ৭৪তম মিনিটে মেসির সফল স্পটকিকে এগিয়ে যায় পিএসজি।

এ জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো পিএসজি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top