হাসপাতালে আর্জেন্টাইন তারকা আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ০০:১১

হাসপাতালে আর্জেন্টাইন তারকা আগুয়েরো

শনিবার (৩০ অক্টোবর) রাতে ন্যু ক্যাম্পে আলাভেসের মুখোমুখি হয় বার্সেলোনা। ১-১ ড্র হওয়া ম্যাচে বুকে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান আগুয়েরো। আর্জেন্টাইন তারকাকে পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

কাফ ইনজুরিতে বার্সায় যোগ দেওয়ার পর দুই মাস মাঠের বাইরে ছিলেন আগুয়েরো। চলতি মাসেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ক্লাবটির হয়ে অভিষেক হয় আর্জেন্টাইন তারকার। রবিবার (৩১ অক্টোবর) আলাভেজের বিপক্ষে মাঠে নামার পর থেকেই অস্বস্তিতে ছিলেন তিনি।

ম্যাচের ৪০ মিনিটের সময় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বুকে ব্যথা ও নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ায় তিনি কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

বার্সেলোনা এক বিবৃতি দিয়ে নিশ্চিত করে আগুয়েরোকে হাসপাতালে নেওয়ার খবর। প্রথমার্ধের বেশির ভাগ সময় আগুয়েরো বুকের ব্যথায় ভুগছিল এবং তার জায়গায় ফিলিপে কৌতিনিয়োকে নামানো হয়। পরে কার্ডিয়াক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top