শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

টটেনহামকে ৩-০ গোরে হারিয়েছে ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ০১:১৯

টটেনহামকে ৩-০ গোরে হারিয়েছে ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লিভারপুলের কাছে ৫ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রোনালদোর নৈপুণ্যে ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পারকে।

প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থেকে আক্রমণে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যেমন পারফরম্যান্স প্রয়োজন ছিল, ঠিক তেমনটাই উপহার দিলেন দলের সবচেয়ে বড় তারকা রোনালদো। শনিবার (৩০ অক্টোবর) রাতে তার গোল-অ্যাসিস্টের সুবাদে টটেনহ্যাম হটস্পারকে ৩-০ গোলে হারিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ইউনাইটেড।

ম্যাচের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়ে ৩৯ মিনিট পর্যন্ত। স্বদেশি ব্রুনো ফার্নান্দেজের ক্রসে দারুণ এক ভলি করেন পর্তুগিজ সুপারস্টার। প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর গোলের দেখা পান রোনালদো। ম্যাচের ৬৪ মিনিটে গোল পান কাভানি।

দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো নিজেই দ্বিতীয়বারের মতো জাল কাঁপিয়েছিলেন। কিন্তু বুলেট গতির শটটি নেয়ার আগে অফসাইডে ছিলেন তিনি। ফলে বাতিল হয়ে যায় সেই গোল। তবে ৮৬ মিনিটের সময় ব্যবধান ঠিকই ৩-০ করেন মার্কাস রাশফোর্ড। যা দলকে এনে দেয় সহজ জয়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top