ইঞ্জুরিতে পড়লেন নেইমার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ০৪:৪৬
সেঁত এতিয়েঁর বিপক্ষে পাওয়া চোট সারিয়ে মাঠে ফিরতে অন্তত দেড় মাস মতো সময় লাগবে নেইমারের। ফলে ২০২১ সালে আর মাঠে নামার সম্ভাবনা নেই ব্রাজিলীয় এই ফরোয়ার্ডের।
রবিবার (২৮ নভেম্বর) ম্যাচের ৮৪ মিনিটে এই চোট পান নেইমার। প্রতিপক্ষ ডিফেন্ডার ইভান মাকো কড়া এক ট্যাকল করে বসেছিলেন তাকে। তা থেকে রক্ষা পেতে লাফিয়ে উঠেছিলেন নেইমার। তবে মাটিতে পড়ার পর তার বাম পা গিয়ে পড়ে মাকোর পায়ে। ভারসাম্য ধরে রাখতে না পেরে পা পড়ে বেকায়দায়, তাতেই পা গেছে মচকে। কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ থেকে বেরিয়ে যান নেইমার।
নেইমার অবশ্য তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা দিয়েছেন ভক্তসমর্থকদের। সেই ফেরাটা কবে হবে? দলটির মেডিক্যাল দল প্রাথমিক যাচাইয়ের পর জানিয়েছে, সে সময়টা অন্তত ছয় সপ্তাহ হবেই।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: নেইমার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।