অবসরে যাচ্ছেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০১:০৮

সের্হিও আগুয়েরো

সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছেন সের্হিও আগুয়েরো। হৃদরোগ সমস্যার কারণে ফুটবল আর চালিয়ে যেতে পারবেন না তিনি। বুধবার (১৫ ডিসেম্বর) এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ফুটবল থেকে বিদায় জানাবেন তিনি।

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। ইনজুরির কারণে অভিষেকটা দেরিতে হয় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। গত মাসে লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলার সময় বুকে ব্যাথা অনুভব করেন আগুয়েরো। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিন মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয় তাকে। তখনই গুঞ্জন ছিল ফুটবল ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে তার। অবশেষে সেটাই হলো। মাত্র ৫ ম্যাচেই শেষ হয়ে গেলো তার বার্সেলোনা পর্ব।

ক্লাব ফুটবলে এর আগে ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্ডিপেন্দিয়েন্তের হয়ে খেলেছিলেন আগুয়েরো। সব মিলিয়ে গোল করেছেন ৩৮৬টি। আর জাতীয় দলে আর্জেন্টিনার হয়ে ১০১ ম্যাচে ৪১ গোল করেন এই ফরোয়ার্ড।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top