ফুটবল মাঠে হার্ট অ্যাটাকে খেলোয়াড়ের মৃত্যু
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ০১:১১
ওমানি ফুটবলার মুখালেদ আল রাকাদির খেলার চলাকালীন মাঠে হার্ট অ্যাটাক করেছেন। হাসপাতালেও নেওয়া হয়েছিল তাকে। তবে শেষরক্ষা হয়নি তার। সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি মৃত্যুর কোলেই ঢলে পড়েছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ওমান ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হয়েছিল মুখালেদের দল মাসকাট এফসি ও আল-সুয়াইক এফসি। ম্যাচের আগে গা গরম করছিলেন, তখনই ঘটল ঘটনাটা। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার হার্ট অ্যাটাকের কবলে পড়েন। এরপরই তাকে দ্রুত পাঠানো হয় হাসপাতালে। তবে তা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি পাড়ি জমান না ফেরার দেশে।
সে ঘটনার পর ম্যাচটি স্থগিত করে দিয়েছে মাসকাট। মৃত্যুর পর রাকাদির ক্লাব মাসকাট টুইটারে আবেগঘন এক টুইট করেছে। লিখেছে, ‘বিশ্বাসী হৃদয় নিয়ে ঈশ্বরের ইচ্ছা মেনে নিয়ে মাসকাট স্পোর্টস ক্লাবের পরিচালক ও সংশ্লিষ্ট সবাই আল-রাকাদির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা ঈশ্বরের পক্ষ থেকে তার প্রতি দয়া কামনা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।