করোনায় স্থগিত হলও লিভারপুল-আর্সেনালের সেমি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০০:৩৫
করোনার নতুন ভ্যারিয়েন্ট পুরো ইউরোপজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। এর প্রভাব স্বাভাবিকভাবেই খেলাধুলায়ও পড়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা থেকে শুরু করে ফ্রান্স, ইতালিসহ বিভিন্ন দেশে করোনার কারণে একের পর এক ম্যাচ স্থগিত করা হচ্ছে। এবার করোনায় স্থগিত হয়ে গেছে লিভারপুল এবং আর্সেনালের মধ্যকার কারাবাও কাপের সেমিফাইনালের লড়াইটিও।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতেই সেমিফাইনালের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ম্যাচটি আপাতত স্থগিত করা হলো।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত লিভারপুল ক্লাব। যে কারণে মঙ্গলবার তারা দলের অনুশীলনও স্থগিত করে দিয়েছিল। তবে, নতুন তারিখও একই সঙ্গে ঘোষণা করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে ১৩ জানুয়ারি অ্যানফিল্ডে প্রথম পর্বের ম্যাচটি এবং এমিরেটসে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফিরতি পর্বের ম্যাচটি।
উল্লেখ্য, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ইংলিশ ফুটবল। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে মোট ১৮টি ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে এর মধ্যে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।