শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ব্রাইটনের বিপক্ষে ড্র করেছে চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২, ০০:২০

ব্রাইটনের বিপক্ষে ড্র করেছে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এর মধ্য দিয়ে টানা চার ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে চেলসি।

ব্রাইটনের বিপক্ষে এদিন ম্যাচের ২৮ মিনিটেই এগিয়ে যায় চেলসি। এ সময় উইঙ্গার হাকিম জিয়েখের গোলে লিড নেয় চ্যাম্পিয়নরা। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ফুলহামের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে সমতা ফেরায় ব্রাইটন। এ সময় হেডে গোল করেন তাদের অ্যাডাম ওয়েবস্টের।

এরপর এগিয়ে যেতে প্রাণান্তকর চেষ্টা চালাতে থাকে চেলসি। অন্যদিকে পয়েন্ট ধরে রাখতে চেষ্টা চালায় ব্রাইটন। শেষ পর্যন্ত চেলসিকে হতাশ করে ঘরের মাঠ থেকে ১ পয়েন্ট আদায় করে নেয় ব্রাইটন।

এই পয়েন্টের সুবাদে পয়েন্ট টেবিলের টপ টেনে উঠে এসেছে ব্রাইটন। ২১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। অবস্থান করছে নবম স্থানে। অন্যদিকে ২৩ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে চেলসি আছে তৃতীয় স্থানে।্

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top