শেষ মুহূর্তে হার এড়াল রিয়াল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২, ০১:২৬
এলচের বিপক্ষে কয়েকদিন আগে অনেক কষ্টে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এলচের বিপক্ষে হারের শঙ্কায় থেকে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে কোনরকম ড্র নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
রবিবার (২৩ জানুয়ারি) লা লিগার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে এলচের বিপক্ষে রিয়াল ২-২ গোলে ড্র করেছে। লুকাস বোয়ের গোলে এলচে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পেরে মিয়া। পরে লুকা মদ্রিচ ব্যবধান কমানোর পর এদের মিলিতাওয়ের গোলে সমতায় শেষ করে রিয়াল।
ম্যাচের শুরু থেকে রিয়াল আক্রমণে ওঠার চেষ্টা করলেও প্রতিপক্ষের জমাট রক্ষণে সুবিধা করতে পারছিল না। একাদশ মিনিটে প্রথম সুযোগ পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি ভিনিসিউস জুনিয়র। ২৭তম মিনিটে গোলরক্ষক বরাবর শট নেন করিম বেনজেমা।
৪২তম মিনিটে এগিয়ে যায় এলচে। বাঁ থেকে মিডফিল্ডার ফিদেলের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে ডাইভিং হেডে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড বোয়ে। বিরতির পর সমতায় ফিরতে জোর চেষ্টা করে রিয়াল। তবে ৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে রিয়াল। বোয়ের পাস ডি-বক্সে ধরে সময় নিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মিয়া। তার সবচেয়ে কাছে থাকা ডিফেন্ডার ফেরলঁদ মঁদিও চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট ক্ষিপ্র হতে পারেননি।
৮২তম মিনিটে ব্যবধান কমানো গোলের দেখা পায় রিয়াল। মদ্রিচের আরেকটি কর্নারে ডি-বক্সে এলচে ফরোয়ার্ড মিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে বল জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা টানেন মিলিতাও। স্বদেশি ফরোয়ার্ড ভিনিসিউসের ক্রসে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। যে কারণে কোনরকমে ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: রিয়াল মাদ্রিদ এলচেক real madrid elche
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।