আর্জেন্টিনার জয়, মেসির রেকর্ড ভাঙলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০০:৫৬

আর্জেন্টিনার জয়, মেসির রেকর্ড ভাঙলেন সুয়ারেজ

ভেনেজুয়েলাকে হারিয়ে ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বৃদ্ধি করে নিলো আর্জেন্টিনা। সে সঙ্গে বিশ্বকাপে খেলার পথে কলম্বিয়ার বিপদ বাড়িয়ে দিলো লা আলবেসেলেস্তারা। কারণ, ১৫ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে নেমে গেছে কলম্বিয়া। যেখানে পয়েন্ট টেবিলের সেরা চারটি দল সরাসরি খেলবে কাতার বিশ্বকাপে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে আর্জেন্টিনার কর্ডোভার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন লওতারো মার্টিনেজ। ২৯তম মিনিটে এই একটি মাত্র গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি।

অন্য ম্যাচে ভেনেজুএলার বিপক্ষে ৪-১ গোলের জয় পায় উরুগুয়ে। এই ম্যাচে গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে গোলসংখ্যায় মেসিকে ছাড়িয়ে গেলেন সুয়ারেজ। বিশ্বকাপ বাছাইপর্বে সুয়ারেজের গোলসংখ্যা এখন ২৮টি। একটি গোল কম নিয়ে মেসি চলে গেছেন তালিকার দ্বিতীয় স্থানে। মেসি তার ২৭ গোল করেছেন ৫৮ ম্যাচে, সেখানে সুয়ারেজ তার ২৮ গোল করতে ম্যাচ খেলেছেন ৬০টি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top