ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০১:০০

ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল

মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোর গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে লিভারপুল। ২-০ গোলে তারা হারিয়েছে ইতালির ক্লাব ইন্টার মিলানকে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) গুইসেপে মেয়াজ্জা স্টেডিয়ামে দারুণ লড়াই করে ইন্টার। লিভারপুলের রক্ষণভাগের দারুণ পরীক্ষা নেয় তারা। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতি থেকে ফিরে দারুণ কয়েকটি সুযোগ তৈরি করে ইন্টার। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারে না। ৭৪ মিনিটের পর থেকে খেই হারায় তারা। ৭৫ মিনিটের সময় লিড নেয় লিভারপুল। এসময় কর্নার পায় অলরেডরা। কর্নার থেকে অ্যান্ডি বরার্টসনের উড়িয়ে মারা বলে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড নেন রবার্তো ফিরমিনো। বল তার মাথা ছুঁয়ে দূরের পোস্টের কাছ দিয়ে জালে প্রবেশ করে।

৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। এ সময় ফ্রি কিক পায় লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের নেওয়া ফ্রি কিক বক্সের সামনে লাফিয়ে উঠে নিয়ন্ত্রণে নেন ভার্জিল ফন ডাইক। বল তার মাথা ছুঁয়ে চলে আসে সালাহর সামনে। সালাহ শট নেন। বল সবাইকে ফাঁকি দিলে জালে প্রবেশ করে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top