জার্মানির স্টেডিয়াম সাজলো ইউক্রেনের পতাকার রঙে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪৫
জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ তাদের স্টেডিয়ামকে রঙিন করেছে ইউক্রেনের পতাকার রঙে। আলিয়াঞ্জ অ্যারেনা শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ছিল নীল ও হলুদ রঙে রাঙানো।
এদিনই বিবৃতিতে ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসন নিয়ে এক বিবৃতি প্রকাশ করেন ফিফা দ্য বেস্ট খেতাব জেতা লেভান্ডভস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জানিয়েছেন যুদ্ধের বিপক্ষে নিজের অবস্থান।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই বায়ার্ন মিউনিখ তারকা লিখেছেন, ‘খেলাধুলায় যা কিছু সুন্দর, তার সবকিছুই যুদ্ধের বিপক্ষে। স্বাধীনতা ও শান্তির পক্ষে থাকা সব মানুষ ইউক্রেনে চলমান আগ্রাসনের বিপক্ষে সংহতি জানাচ্ছে।’
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ইউক্রেন বায়ার্ন মিউনিখ ukraine Russia
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।