মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ০২:০৬

পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের কোচ

পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের কোচ

ব্রাজিলের কোচ আদেনর লিওনার্দো বাচ্চি (তিতে) পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেটা এখনই নয়, ২০২২ কাতার বিশ্বকাপের পর।

ব্রাজিলের স্পোর্টস টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আসলে এই বিষয়ে কথা বলার জন্য এটা যথোপযুক্ত সময় নয়। তবে বিষয়টি লুকাতেও চাই না। আমি বিশ্বকাপের শেষ পর্যন্ত কোচের দায়িত্বে থাকবো।’

তিতে ২০১৬ সালের জুন থেকে ব্রাজিলের কোচের দায়িত্বে আছেন। তিনি ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতিয়ে দায়িত্ব ছাড়তে চান। ব্রাজিল এর আগে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। তিতের তত্ত্বাবধানে ব্রাজিলে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জিতে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top