চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে ফ্রান্সে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০০:৩৬

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে ফ্রান্সে

ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে সেখানে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপের কোনো দেশ আরেক দেশে সর্বাত্মক হামলা চালাল।

যুদ্ধের প্রভাব পড়েছে খেলার উপরও। রাশিয়া ও ইউক্রেনের জাতীয় দল ও ক্লাবগুলো আপাতত তাদের মাঠে খেলতে পারবে না বলে বৈঠকের পর জানিয়েছে উয়েফা।

এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল রাশিয়ায় হওয়ার কথা। আগামী ২৮ মে সেই ফাইনালের ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছিল জেনিত সেন্ট পিটার্সবার্গের মাঠ ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে।

কিন্তু শেষ পর্যন্ত রাশিয়ার রাজধানী থেকে সরে গেল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ইতোমধ্যে ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসকে। আজকের জরুরি বৈঠকের পর সেটাই চূড়ান্ত হলো। আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে এই খবর দিয়েছে উয়েফা।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top