রাশিয়ার বিপক্ষে খেলবে না পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০০:৪৪

রাশিয়ার বিপক্ষে খেলবে না পোল্যান্ড

ইউক্রেনে আক্রমণ চালানোয় রাশিয়ার বিপক্ষে খেলতে চায় না রবার্ট লেভানডস্কির পোল্যান্ড। শনিবার (২৬ ফেব্রুয়ারি) নিজেদের এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সিজারি কুলেসজা। তাতে সম্মতি জানিয়েছেন ফুটবলাররাও। যদিও এ ম্যাচ হবে কি না সে ব্যাপারে ফিফা থেকে এখনো কিছু জানায়নি।

আগামী ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইপর্ব প্লে-অফ সেমিফাইনালে রাশিয়ার বিপক্ষে খেলার কথা পোল্যান্ডের। ফিফার সূচি অনুযায়ী, রাশিয়াতেই হওয়ার কথা ম্যাচটি। কিন্তু বর্তমান পরিস্হিতিতে কোনোভাবেই সেখানে যেতে চায় না পোল্যান্ড। যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন জানাচ্ছে তারা। পাশাপাশি কথা বলছে সুইডেন ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও। যাতে করে তারাও খেলতে অনাগ্রহী জানায় রাশিয়ার বিপক্ষে। কেননা প্লে-অফ সেমিফাইনালে তাদের মধ্যকার জয়ী দল খেলবে রাশিয়া কিংবা পোল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচটিও রাশিয়ায় হওয়ার কথা।

রাশিয়ায় খেলতে না চাওয়ার ব্যাপারে পোল্যান্ডের অধিনায়ক ও ফিফা বর্ষসেরা ফুটবলার লেভানডস্কি বলেন, ‘এটাই সঠিক সিদ্ধান্ত। ইউক্রেনের ওপর সশস্ত্র আক্রমণ যেখানে চলমান, সেই পরিস্হিতিতে আমি রাশিয়া জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেলার কথা কল্পনাও করতে পারি না। এর জন্য রাশিয়ার ফুটবলার ও সমর্থকরা দায়ী না, তবে তাই বলে আমরা এমন ভান করতে পারি না, যে কিছুই ঘটছে না।’

এনএফ৭১/এমএ/২০২২

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top