ম্যানইউকে হারিয়ে শেষ আটে অ্যাথলেটিকো
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০০:৪৬
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার (১৫ মার্চ) রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে পা রাখল দিয়েগো সিমিওনের দল। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
খেলার ৩৪তম মিনিটে অ্যাটলেটিকোর জোয়াও ফেলিক্স জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। বিরতির ঠিক আগে ৪১তম মিনিটে অঁতোয়া গ্রিজম্যানের ক্রস থেকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন লোদি। চ্যাম্পিয়ন্স লিগে ২৫তম ম্যাচে প্রথম গোলের দেখা পান ২৩ বছর বয়সী এই ফুটবলার।
মাঠে রোনালদোর উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়েই ৬৭তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ রালফ রাংনিক। নেমানিয়া মাতিচ, এলেঙ্গা ও ফের্নান্দেসের জায়গায় নামেন স্কট ম্যাকটমিনে, মার্কাস রাশফোর্ড আর পল পগবা।
কিন্তু ভাগ্যবদল হয়নি। বাকি সময়ে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে হেরে বিদায়ই নিতে হয় তাদের।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।