৩৬ বছর পর বিশ্বকাপে জায়গা পেলো কানাডা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০০:০৭
দীর্ঘ ৩৬ বছর পর আবার বিশ্বকাপ ফুটবলের টিকিট কাটলো কানাডা। এর আগে সর্বশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলো দলটি।
আগের ম্যাচে কোস্টারিকার কাছে অপ্রত্যাশিত হারের পর কিছুটা টেনশনে পড়ে গিয়েছিলো মেপল লিফ জার্সিধারীরা। কিন্তু আর কোনো অঘটন নয়। প্রত্যাশিত জয় দিয়েই কাতার ফ্লাইট নিশ্চত করেছে কানাডা।
সোমবার (২৮ মার্চ) টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচে জ্যামাইকাকে ৪-০ গোলে হারায় জন হার্ডম্যানের শিষ্যরা। ১৩, ৪৪, ৮২ ও ৮৮ মিনিটে গোল চারটি করেন লারিন, বুকানন, হোলেট আর মারিয়াপ্পে করেন আত্মঘাতী।
ম্যাচ শেষে কানাডার বিভিন্ন শহর উৎসবের নগরিতে পরিণত হয়।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।