ইকুয়েডরের বিপক্ষে ড্র আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০১:০৫

ইকুয়েডরের বিপক্ষে ড্র আর্জেন্টিনার

ইকুয়েডরের মাঠে খেলতে নেমে জয়ের দ্বারপ্রান্তেই ছিলো আর্জেন্টিনা। শেষ মুহূর্তে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইকুয়েডরের গোলটি করেন এনের ভালেন্সিয়া। তার গোলে ড্র পায় ইকুয়েডর।

বুধবার (৩০ বুধবার) স্তাদিও মনুমেন্টাল বানকো পিচিনচায় বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

প্রথমার্ধে আর্জেন্টিনার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে ইকুয়েডর। ম্যাচের ২৪ মিনিটে প্রথম সুযোগ পেয়েই সেটা কাজে লাগায় আর্জেন্টিনা। মেসির দারুণ পাস ডি-বক্সে ধরে ডান দিকে বল বাড়ান নিকোলাস তাগলিয়াফিকো। প্রথম দফায় ঠিকমতো শট নিতে পারেননি আলভারেস। তবে দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই তরুণ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে ইকুয়েডর। ম্যাচের শেষ সময়ে এসে গোল হজম করে আর্জেন্টিনা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সে নিকোলাস তাগলিয়াফিকোর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ইকুয়েডর ফরোয়ার্ড ভালেন্সিয়ার স্পট কিক ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক জেরোনিমো রুলি, কিন্তু বল হাতে রাখতে না পারায় ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ভালেন্সিয়া।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top