লজ্জার ইতিহাস গড়ল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১৬:২৫
স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের যে ক্ষীণ সম্ভাবনা জাগিয়ে রেখেছিল বার্সেলোনা টানা তিন হারে তা পুরোপুরি ডুবে গেল। চাভি এরনান্দেসের বার্সেলোনা মুখ থুবড়ে পড়ায় রিয়াল মাদ্রিদ এখন শিরোপা থেকে মাত্র ১ পয়েন্ট দূরে।
নিজ মাঠে গত রোববার রাতে রায়ো ভায়েকানোর কাছে ১-০ গোলে হারে বার্সেলোনা। ম্যাচের ৭ মিনিটে আলভারো রিভেরার গোল লিড নেয় ভায়েকানো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা।
কাম্প ন্যুয়ে বাকি প্রায় ৮৫ মিনিট ডিফেন্স দৃঢ় রাখে সফরকারী দল। বার্সেলোনা পজেশনের অধিকাংশ নিজেদের দখলে রাখলেও গোলের দেখা পায়নি। ফলে ঘরের মাঠে টানা তৃতীয় হারের স্বাদ নিতে হয় চাভির দলকে আর ছেড়ে দিতে হয় শিরোপার আশা। এতে করে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের অংশীদার হয়েছে বার্সেলোনা। ১৯৯৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে টানা ৩ ম্যাচ হারল বার্সা।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বার্সেলোনা ইতিহাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।