• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নেইমারের আর প্রয়োজন ৪টি গোল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২২, ০৮:২০

নেইমারের আর প্রয়োজন ৪টি গোল

বৃহস্পতিবার (১লা জুন) দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে নেইমার করেছেন জোড়া গোল। দুটি গোলই তিনি করেছেন পেনাল্টি থেকে। অ্যালেক্স সান্দ্রোকে দুইবারই বক্সের মধ্যে হার্ড ট্যাকল করেছিলেন দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডাররা। দু’বারই ভিএআরের সাহায্যে পেনাল্টির আদেশ দেন রেফারি, স্পট কিক নিয়ে গোল করেন নেইমার।

জোড়া গোলের ফলে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার পেলের রেকর্ড ছুঁতে নেইমারের আর প্রয়োজন কেবল ৪টি গোল।

ব্রাজিলের জার্সিতে ৭৭ গোল করেছিলেন কিংবদন্তি পেলে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর নেইমারের নামের পাশে শোভা পাচ্ছে এখন ৭৩ গোল। আর চারটি গোল করতে পারলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন পিএসজি তারকা। ৫টি গোল করতে পারলে তো ব্রাজিলের হয়ে সর্বোচ্চ আসনে বসে যাবেন তিনি। দখল করে নেবেন ব্রাজিল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

ব্রাজিলের হয়ে মোট ৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন পেলে। অপরদিকে এখনও পর্যন্ত নেইমার খেলে ফেলেছেন ১১৮টি ম্যাচ।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top