নেইমারকে চাইছে রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ০৪:২৫

নেইমারকে চাইছে রিয়াল মাদ্রিদ!

নেইমার পিএসজি-ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। আগামী মৌসুমে ফ্রান্সের রাজধানীতে তিনি থাকবেন কি না, এ নিয়েও আছে সংশয়। নেইমার যদিও নিজে বলছেন, পিএসজিতেই খেলতে চান, তবে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, তাকে চাইছে না পিএসজি। এমন পরিস্থিতিতে নেইমারের সামনে ইউরোপীয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পথ খুলে গেল। সতীর্থ ক্যাসেমিরো জানিয়ে দিলেন, পিএসজি না চাইলেও রিয়াল মাদ্রিদের দরজা খোলা তার জন্য।

তার পিএসজি ছাড়ার গুঞ্জনের মধ্যেই খবর বেরিয়েছে, পিএসজির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বেড়ে গেছে নেইমারের। ফলে আগামী পাঁচ বছরে নেইমার পাবেন ৩৫০ কোটি টাকা, যার ফলে চুক্তির শেষ পর্যন্ত রাখলে নেইমারকে পিএসজির দিতে হবে সব মিলিয়ে ১৭৫০ কোটি টাকা।

তবে এরপরই খবর বেরিয়েছে, এত বড় বেতন দিতে তাকে আর রাখতে চায় না পিএসজি। ক্রেতা খুঁজছে তার জন্য। এমন পরিস্থিতিতে নেইমারের ব্রাজিল সতীর্থ ক্যাসেমিরো জানালেন, রিয়াল মাদ্রিদ চায় তাকে। যার ফলে শুরু হয়ে গেছে নতুন গুঞ্জন।

সম্প্রতি স্পোর্টিভির সার্কুলো গ্রান্দে অনুষ্ঠানে গিয়েছিলেন ক্যাসেমিরো। সেখানে উঠে এসেছিল নানা বিষয়। এক পর্যায়ে নেইমারের ভবিষ্যৎ নিয়েও কথা উঠেছিল। সেখানেই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বলেন, ‘নেইমার বিশ্বের যে কোনো দলে খেলতে পারে। যদি পিএসজি তাকে না চায়, রিয়াল মাদ্রিদ দলে নিতে চায় তাকে। ঠিক আছে?’

নেইমারের অতীত অবশ্য ছিল রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায়। সেখানে এল ক্ল্যাসিকোয় নেইমার রিয়ালের বিপক্ষে গোল করেছেন ৩টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচ গোল। সেই নেইমারকেই এবার দলে চাইছেন ক্যাসেমিরো।

নেইমারের জন্য সতীর্থদের ভালোবাসা প্রদর্শন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে তার আরেক ব্রাজিল সতীর্থ থিয়াগো সিলভা জানিয়েছিলেন, তাকে চেলসিতে পেতে চান তিনি।

তিনি বলেছিলেন, ‘নেইমারের চেলসিতেই যেতে হবে। এটা হলে সবার জন্যই দারুণ হবে। তার কোনো মন্তব্যের প্রয়োজন নেই। এর বাইরে নেইমার খুবই বন্ধুভাবাপন্ন। এখন পর্যন্ত আমি কিছু জানি না, তবে আমি চাইব বিষয়টা যেন বাস্তবে ঘটে।’ যদিও এর কিছু দিন পরই রাহিম স্টার্লিংকে দলে ভিড়িয়েছে চেলসি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top