ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবি ইউক্রেনিয়ান ক্লাবের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ০২:২৬

ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবি ইউক্রেনিয়ান ক্লাবের

কয়েক দিন আগে ফুটবল থেকে ইরানকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন দেশটি ক্রীড়াজগতের তারকা, সংবাদকর্মী ও নারী অধিকারকর্মীরা। এবার বিশ্বকাপ থেকে এশিয়ার দেশটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্ক।

মূলত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে ইরানের বিরুদ্ধে সামরিক সহায়তার অভিযোগ করে এই দাবি করেন ক্লাবটির শীর্ষ এক কর্তা। ইরানের বদলে ইউক্রেনকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে দেওয়ার অনুরোধও করেন তিনি। 

ইউক্রেনের অন্যতম ক্লাব শাখতার দোনেৎস্কের প্রধান নির্বাহী সের্গাই পালকিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘ইরানের নেতৃবৃন্দ যখন বিশ্বকাপে নিজেদের জাতীয় দলের ম্যাচ দেখে মজা পাবে, তখন ইরানের তৈরি করা ড্রোন এবং মিসাইলে ইউক্রেনিয়ানদের হত্যা করা হবে। সবকিছুই (ড্রোন) ইরানের সামরিক বাহিনী এই ড্রোন চালনা ও ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি জড়িত। যা ঘর, জাদুঘর, বিশ্ববিদ্যালয়, অফিস, খেলার মাঠ ধ্বংসের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউক্রেনিয়ানদের হত্যা করছে।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top