কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২

বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার দলে আসতে পারে পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০৬:০০

বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার দলে আসতে পারে পরিবর্তন!

ইনজুরি তালিকায় কয়েকজনকে নিয়ে উদ্বেগ থাকায় বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার আভাস দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে শুরু হবে তাদের তৃতীয় ট্রফি জয়ের মিশন।

বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫-০ গোলে জিতে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করেছে আর্জেন্টিনা। ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস গঞ্জালেজ, আলেজান্দ্রো গোমেজ ও পাওলো দিবালা ইনজুরির কারণে আমিরাতের বিপক্ষে ছিলেন না।

স্কালোনি বলেছেন, ‘আমাদের কিছু সমস্যা আছে। তালিকা নিয়ে সিদ্ধান্ত নিতে হাতে কয়েকদিন আছে। আমরা পরিবর্তন করতে পারি, আশা করি সেটা যেন না হয়। কিন্তু সম্ভাবনা আছে।’

এ নিয়ে স্কালোনি বলেন, ‘আমি বলছি না যে তারা (চোটাক্রান্তরা) স্কোয়াডের বাইরে থাকবে। (বুধবার) কয়েকজনকে নেওয়া হয়নি। কারণ তারা খেলার মতো ফিট ছিল না, ঝুঁকি ছিল। তাই নিশ্চয়তা দিতে পারছি না যে তারা ঠিক আছে। সবকিছু স্বাভাবিক হলেও আমাদের সাবধান থাকতে হবে।’

ফিফার নিয়ম অনুযায়ী প্রয়োজনে দলগুলো তাদের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top